শাহরুখ খান এবং লিওনার্দো ডিক্যাপ্রিও_ বলিউড এবং হলিউডের দুই জনপ্রিয় অভিনেতা। দুই ভুবনের এই দুই জনপ্রিয় তারকাকে নিয়ে ছবি নির্মাণের কথা ভাবছেন হলিউডের প্রখ্যাত পরিচালক মার্টিন স্কোরসেস। রবার্ট ডে নিরস 'ট্যাক্সি ড্রাইভার'খ্যাত সফল কাহিনীকারের কাহিনীকে খানিকটা অনুসরণ করেই নতুন ছবিটি করা হবে। পরিচালক বলেছেন, 'যদি শাহরুখ খানের সঙ্গে সবকিছু ঠিকঠাক মতো কথা হয় তাহলে শাহরুখকে আমার ছবিতে অবশ্যই রাখব।' পরিচালক আরও বলেন, 'শাহরুখকে আমার সবচেয়ে ভালো লাগে 'ওম শান্তি ওম' ছবিতে তার অভিনয় দেখে। সে এতটাই আবেগী অভিনয় করতে পারে যা আমার এই ছবির জন্য সম্পূর্ণ পারফেক্ট। লিওনার্দো ডি ক্যাপ্রিও শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের ব্যাপারে কোনো আপত্তি নেই। তিনি বলেন, 'আশা করি আমি শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে ভাল করতে পারব এবং এনজয়ও করতে পারব। দুজনের মধ্যে ভালো সম্পর্কও হবে।'
No comments:
Post a Comment