Monday, January 24, 2011

নওশীনের গোপন বিয়ে!


অনেক দিন ধরেই নাট্য পাড়াই নওশীনের বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল । অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। আমেরিকা প্রবাসী ওয়াহিদ আনামকে বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী নওশীন নাহরীন মৌ। বরিশালের ছেলে ওয়াহিদ আনাম নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়াশোনা শেষ করেছেন সম্প্রতি। গত বছরের অক্টোবরে ২০ দিনের সফরে আমেরিকার নিউইয়র্ক যান নওশীন। সেখানেই পরিচয় দুইজনের। সে সময় সেখানে নওশীনকে নিয়ে 'নিউইয়র্ক' নামের একটি টেলিফিল্ম নির্মাণ করেন ওয়াহিদ আনাম। মূলত এ নাটকের শুটিং চলাকালীন সময়েই দুইজনের মধ্যে সখ্য গড়ে উঠে। সেই থেকে প্রেম। অতঃপর চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে প্রেমিকের টানে আমেরিকা উড়াল দেন নওশীন। সূত্র জানায়, সেখানেই ঘরোয়াভাবে দুইজনের বিয়ে সম্পাদন হয়। এরপর চলতি মাসের ৯ তারিখে দুইজনে একসঙ্গে দেশে ফিরেন। জানা যায়, এরই মধ্যে দুইজনে নতুন ফ্ল্যাটে উঠেছেন। আর স্থায়ীভাবে ঢাকায় থেকে নিয়মিত নাটক ও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নিয়েছেন ওয়াহিদ আনাম।

সূত্র জানায়, নওশীনের নতুন সংসারে তার আগের পক্ষের পুত্র সন্তান ইহানও থাকছে। পুত্র হিসেবেই মেনে নিয়েছে ওয়াহিদ আনাম। এদিকে আরও জানা যায়, বিয়ের বিষয়টি নওশীন গণমাধ্যমে প্রকাশ না করলেও, মিডিয়ায় বিভিন্ন মানুষের সঙ্গে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন ওয়াহিদ আনামকে। অন্যদিকে গতকাল এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নওশীনের মোবাইল ফোনে ফোন দেওয়া হলে ওয়াহিদ আনাম ফোন রিসিভ করে জানান, নওশীন বাইরে আছে। বাসায় ফোনটা ভুলে রেখে গেছে। আমি নওশীনের স্বামী বলছি। এদিকে নওশীন ও ওয়াহিদ আনামের ফেসবুক অ্যাকাউন্টেও মিলেছে দুইজনের একান্ত ছবি ও বিয়ে সংক্রান্ত নানাবিধ স্ট্যাটাস।

এদিকে গতকাল নওশীন চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে একাধিক মানুষের সঙ্গে আলাপকালে জানান, তিনি এখন থেকে 

এখন FACEBOOK থেকে আয় করুন DOLLAR

  লিখেছেন ব্লগার sadib. বিভাগ : ইন্টারনেটফ্রি ল্যান্সিং.



এখন FACEBOOK থেকে আয় করুন DOLLAR

এখন FACEBOOK থেকে আয় করুন DOLLAR




আর প্রতিবার ফেসবুকে লগইন করে “EASYCASH “পেইজ এ প্রবেশ করলেই পাবেন $0.01
“ALLOWED” করার পর আপনি একটা PAGE দেখতে পাবেন এখানে আপনার বন্ধুদের “EASYCASH APPLICATION” এ যোগ দেওযার জন্য রেফার করতে বলা হবে। এখান থেকে আপনি আপনার বন্ধুদের রেফার করতে পারবেন। আপনার অনুরোধে যদি আপনার বন্ধুরা এই EASYCASH APPLICATIONএ যোগ দেন তাহলে আপনি প্রতি রেফারের জন্য পাবেন $0.01 । আর “ALLOWED” করলেই যেহেতু সবাইকে $1 বোনাস দেওযা হয়। তাই প্রতিবার আপনার আমন্ত্রনে কউ যোগ দিলে সাথে সাথেই আপনি পাবেন $0.01। আর $5 হলেই PAYPAL এর মাধ্যমে PAYOUT করতে পারবেন।
এটা মূলত পিটিসি সাইটে আয় করার মতই একটি ব্যবস্থা।এখানে যত রেফারেল বাড়াতে পারবেন ততো আয় হবে।যারা খুব তাড়াতাড়ি আয় করতে চান তাদের জন্য টিপস হচ্ছে আপনারা ফেসবুকের বিভিন্ন মানিমেইকিং গ্রুপে যোগ দিয়ে সেখানে এই বিষয়ে কিছু লিখে আপনার রেফারেল লিংকটি সেখানে দিয়ে দিবেন এতে আশা করা যায় রেফারেল এর সংঙ্কা বৃদ্ধি পাবে।আর আপনার বন্ধুরা তো আছেই।এখন হয়তো ভাবছেন এই গ্রুপ গুলি কিভাবে পাবেন,ফেসবুকের সার্চএ MAKE MONEY, EARN MONEY ইত্যাদি লিখে সার্চ দিন তাহলেই পাবেনI এভাবে চেষ্টা করলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার $5 পার হয়ে যাবে।আর এখান থেকে সত্যিই PAYOUT করা যাবে সে বিষয়ে 99% নিঃশ্চিত থাকতে পারেন।

জেনুইন করে নিন উইন্ডোজ এক্সপি নিমেষের মধ্যেই: অবশ্যই কাজ হবে



বাংলাদেশে এখনো প্রায় ৯২% কম্পিউটার ব্যবহারকারীগণ অপারেটিং সিষ্টেম হিসেবে উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন এবং এই অপারেটিং সিষ্টেম ব্যবহার করতে পছন্দ করেন। যদিও বাজারে তার চেয়ে অনেক বেশী ফিচার সম্পন্ন উইন্ডোজ অপারেটিং সিষ্টেম রয়েছে (যেমন- ভিসতা, সেভেন)। এর মূল কারণ, এক্সপি খুব ব্যবহার বান্ধব।
এক্সপি জেনুইন প্রসেসটি শুদ্ধ ভাবে সম্পন করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারন্টে এক্সপ্লোরার ব্যবহার করতে হবে। মজিলা ফায়ারফক্স, অপেরা কিংবা অন্য ব্রাউজার ব্যবহার করলে হবে না।
ধাপ-০১:
নিম্নে দেওয়া লিংকে যান এবং আপনার অপারেটিং সিষ্টেমটি ভেলিডেট করিয়ে নিন। জেনুইন না হলেও আপনাকে ভেলিডেট করিয়ে নিতে হবে-
“Validate Windows” এ ক্লিক করে আপনার অপারেটিং সিষ্টেমটি ভেলিডেট করিয়ে নিন। পপ-আপ উইন্ডো ওপেন হলে সেটি এক্সেপ্ট করে একটিভ এক্স কন্ট্রোল ইন্সটল করুন।
ধাপ-০২:
ভেলিডেশন প্রক্রিয়া যদি ঠিকভাবে সম্পন্ন হয় তাহলে আপনাকে বলবে “you are a victim of software counterfeit…” অর্থাৎ আপনার অপারেটিং সিষ্টেমটি পাইরেটেড। আর যদি এরকম না বলে তাহলে তো বেঁচে গেলেন, জেনুইন উইন্ডোজের মালিক ।
ধাপ-০৩:
খুবই সিম্পল একটা কাজ, অপারেটিং সিষ্টেমকে জেনুইন করা। শুধু ফাইলটা নিম্নের লিংক থেকে ডাউনলোড করে নিন এবং আনজিপ করুন। জেনুইন নামক ফোল্ডারের ভিতর একটি রেজিষ্ট্রি ফাইল পাবেন। সেটাতে ডাবল ক্লিক করে “ওকে” প্রেস করুন। ব্যস, এটি আপনার রেজিষ্ট্রি পরিবর্তন করে দিবে। কাজ সমাপ্ত। অপারেটিং সিষ্টেমও জেনুইন হয়ে যাবে।
রেজিষ্ট্রি ফাইলটি ইন্সটল হয়ে গেলে কম্পিউটারটি রিষ্টার্ট দিন এবং পুন:রায় ভেলিডেশন করান উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরন করেই।
আপনি এখন মুক্ত পাখি হয়ে গেলেন। এবার এক্সপির সব ধরনের সার্ভিস উপভোগ করুন স্বয়ং মাইক্রোসফট এর সাইট থেকে কোন রকম সমস্যা ছাড়াই। ব্যবহার করুন মাইক্রোসফট এর ফ্রি এন্টিভাইরাস “Microsoft Security” "AVG" । কম্পিউটার থাকবে সবচাইতে নিরাপদ, আজ থেকেই। 

আজ থেকে টরেন্ট ছাড়াও অনন্য এক উপায়ে সব ডাউনলোড করুন


সব ধরনের হোষ্টিং সাইটগুলোতে আনলিমিটেড এক্সেস এর সুবিধা সহ টরেন্ট ছাড়াই ডাউনলোড করুন যেকোন কিছু। যার যা ইচ্ছা তা-ই ডাউনলোড করুন স্বাধীনভাবে। মুভি, গান, সফটওয়্যার কিংবা বিভিন্ন এপ্লিকেশন সবকিছু হাতের মুঠোয় রাখুন। 
ভাবছেন, মজার মজার কথা বলছি, কাজের ক্ষেত্রে হবে ঠনঠন? এরকম ভাবার কোনা কারন নেই, এবার সত্যিই সবকিছু আপনার হাতের মুঠোয়। 

এই লিংকে দেখুন

সপ্তাহ সেরা ৬টি নতুন ইংলিশ মুভি ডাউনলোড করুন দ্রুত!! দেরী করলে মিস করবেন।

প্রিয় বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন কাটল নতুন বৎসরকে স্বাগতম জানানোর উৎসব? যাই হোক, নতুন বৎসরে সবার জন্য গিফট চকচকে নতুন ছয়টি ইংলিশ মুভি। দ্রুত ডাউনলোড করুন। নয়ত লিংক জেনারেট হয়ে যাবে। পরে আমাকে দোষ দিতে পারবেন না। তারপরও যদি দোষ দেন তাইলে বলব- দয়া করে মুভির নামটা মন্তব্যে বলে দিবেন যেটা ডাউনলোড করতে যেয়েও পারেন নি। লিংক ৪০৪ ফরবিডেন/গন হয়ে যায়। তাহলে চলুন মেতে উঠি নতুন মুভি দেখার আনন্দে নতুন বৎসর উদযাপনের উৎসবে-

বিডিপালসে প্রকাশিত- এই লিংকে বিস্তারিত এক্ষুণি দেখুন