Tuesday, January 25, 2011

শাহরুখকে চুমুর ইচ্ছা

সুযোগ পেলে শাহরুখ খানকে চুমু খেতে চান হৃতি্বক রোশনের স্ত্রী সুজানা রোশন। পরিচালক করণ জোহরের উপস্থাপনায় জনপ্রিয় সেলিব্রেটি টকশো কফি উইথ করণ অনুষ্ঠানে হৃতি্বক ও সুজানা এক একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান। আমরা সবাই জানি বলিউড স্টারদের স্ত্রীরা একে অপরের ভালো বন্ধু। তাদের সময় কাটানোর জন্য নিজেদের ক্লাবও রয়েছে। সেই ক্লাবের অন্যতম সদস্য হলো কিং খান খ্যাত শাহরুখের স্ত্রী গৌরী এবং হৃতি্বক রোশনের স্ত্রী সুজানা। সুজানা যদি গৌরীর জায়গায় হতেন তাহলে কি করতেন এমন এক ধরনের প্রশ্নের জবাবে সুজানা বলেন, এমন সুযোগ হলে তিনি দৌড়ে গিয়ে শাহরুখের ঠোঁটে চুমু খেতেন। এখন দেখার বিষয় গৌরী ব্যাপারটিকে কেমনভাবে নেয়। তবে এ কথা বলার সময় হৃতি্বক রোশন বেশ জোরে হেসে ওঠেন। সুজানার ইচ্ছাতে তিনি মজা পেয়েছেন নাকি কটাক্ষ করেছেন তা পরিষ্কার নয়।

ফ্রি এস এম এস করুন, দেশসহ বিদেশের যে কোন মোবাইলে!!!



এখন আপনি বাংলাদেশী নাম্বার সহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্রী এসএমএস করতে পারবেন। এই সাইটের সুবিধা গুলোঃ
• একটি সম্পূর্ন এসএমএস পাঠানো যাবে।
• আনলিমিটেড Free SMS পাঠাতে পারবেন ।
• কোন রেজিস্ট্রেশন এর ঝামেলা নেই ।
• রিসিপিয়েন্ট এর কাছে ওয়েবের কোন তথ্য যাবে না।
আমি তো বেশ কিছু করলাম। তাহলে আপনারাও শুরু করেন ফ্রি এসএমএস করা    http://freesms.smsix.net/

মেয়েরা যখন অসচেতন !!!

কটা মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া কিছুই মনে করে না। কাউকে মন দেয়া মানে তাতে বিশ্বাস করা। আর কাউকে বিশ্বাস করা মানেইতো তার উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করা। আর অসভ্য ছেলেরা সেই সুযোগটাকে হাতছাড়া করে না। মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদের প্ররোচিত করে মেতে ওঠে দৈহিক সম্পর্কে। একসময় যখন মেয়েটি বিয়ের কথা তোলে, কিংবা মেয়োটির কাছে ছেলেটির প্রয়োজন ফুরিয়ে যায়; তখনই ঐ ছেলেটি মেয়েটির চরিত্র নিয়ে কথা শুরু করে। সে এটাই জোর দিয়ে বলে যে, "তুমি আমাকে দেহ ভোগ করতে দিয়েছ, অন্য কাউকে যে ভোগ করতে দেবেনা তার কি কোন নিশ্চয়তা আছে?” কিংবা বলে যে, “আমাকে দেহ দেয়ার আগে অন্য কাউকে যে দেহ দাওনি তার কি কোন নিশ্চয়তা আছে?” হ্যা, বাইয়‘লজি থেকে যেটুকু জেনেছি, তাতে এর আগে কাউকে দেহ ভোগ করতে না দেওয়ার একটা চিহ্ন থাকে। কিন্তু সবার কি থাকে? না। কারন শিশু অবস্থাই যে কোন কারনে ঐ চিহ্নটা নষ্ট হয়ে যেতে পারে। তাই বলে কি তারা নষ্টের দলে? না। সে যাই হোক ছেলেটি মেয়েটিকে পূর্ব নষ্টা/ভবিষ্যত নষ্টা কিংবা তার দ্বারা নষ্টা বলে কেটে পড়ে। মেয়েটির হয়তো এটাই প্রথম দেহ দান। কিন্তু ছেলেটি? তার হিসাব কে রাখে? তাই ভাল মেয়েদের উচিত এই বিষয়ে আগে থেকে সচেতন হওয়া।   
ayubdhakaলেখকআইয়ব(ঢাকা