Monday, January 24, 2011

নওশীনের গোপন বিয়ে!


অনেক দিন ধরেই নাট্য পাড়াই নওশীনের বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল । অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। আমেরিকা প্রবাসী ওয়াহিদ আনামকে বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী নওশীন নাহরীন মৌ। বরিশালের ছেলে ওয়াহিদ আনাম নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়াশোনা শেষ করেছেন সম্প্রতি। গত বছরের অক্টোবরে ২০ দিনের সফরে আমেরিকার নিউইয়র্ক যান নওশীন। সেখানেই পরিচয় দুইজনের। সে সময় সেখানে নওশীনকে নিয়ে 'নিউইয়র্ক' নামের একটি টেলিফিল্ম নির্মাণ করেন ওয়াহিদ আনাম। মূলত এ নাটকের শুটিং চলাকালীন সময়েই দুইজনের মধ্যে সখ্য গড়ে উঠে। সেই থেকে প্রেম। অতঃপর চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে প্রেমিকের টানে আমেরিকা উড়াল দেন নওশীন। সূত্র জানায়, সেখানেই ঘরোয়াভাবে দুইজনের বিয়ে সম্পাদন হয়। এরপর চলতি মাসের ৯ তারিখে দুইজনে একসঙ্গে দেশে ফিরেন। জানা যায়, এরই মধ্যে দুইজনে নতুন ফ্ল্যাটে উঠেছেন। আর স্থায়ীভাবে ঢাকায় থেকে নিয়মিত নাটক ও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নিয়েছেন ওয়াহিদ আনাম।

সূত্র জানায়, নওশীনের নতুন সংসারে তার আগের পক্ষের পুত্র সন্তান ইহানও থাকছে। পুত্র হিসেবেই মেনে নিয়েছে ওয়াহিদ আনাম। এদিকে আরও জানা যায়, বিয়ের বিষয়টি নওশীন গণমাধ্যমে প্রকাশ না করলেও, মিডিয়ায় বিভিন্ন মানুষের সঙ্গে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন ওয়াহিদ আনামকে। অন্যদিকে গতকাল এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নওশীনের মোবাইল ফোনে ফোন দেওয়া হলে ওয়াহিদ আনাম ফোন রিসিভ করে জানান, নওশীন বাইরে আছে। বাসায় ফোনটা ভুলে রেখে গেছে। আমি নওশীনের স্বামী বলছি। এদিকে নওশীন ও ওয়াহিদ আনামের ফেসবুক অ্যাকাউন্টেও মিলেছে দুইজনের একান্ত ছবি ও বিয়ে সংক্রান্ত নানাবিধ স্ট্যাটাস।

এদিকে গতকাল নওশীন চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে একাধিক মানুষের সঙ্গে আলাপকালে জানান, তিনি এখন থেকে 

No comments:

Post a Comment