বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বসছে বলিউড ও ঢালিউড তারকাদের মিলনমেলা। সঙ্গে থাকছে শ্রীলঙ্কার তারকারাও। তিন দেশের শীর্ষ তারকাদের নিয়ে বিকাল ৪টায় শুরু হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জমকালো এ আসর। অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে ঢাকার মাটিতে পা রেখেছেন সালমান খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, রিয়া সেন এবং প্রীতম চক্রবর্তী। আয়োজক সূত্রে জানা গেছে, 'ডেসটিনি ত্রিদেশীয় বিগ শো'তে পারফর্ম করতে বিশেষ বিমানে ঢাকায় এসেছেন সালমান খান, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুষ্ঠানটির আয়োজন করেছে এটিএন ইভেন্টস। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকক থেকে সালমান খান, ভারতের চণ্ডীগড় থেকে অক্ষয় কুমার এবং মুম্বাই থেকে আলাদাভাবে বিশেষ বিমানে ঢাকায় এসেছেন ক্যাটরিনা। একই দিন জেট এয়ারওয়েজে প্রায় ১৫০ জনের একটি দল নিয়ে আসবেন রিয়া সেন, আনুশকা শর্মা এবং প্রীতম চক্রবর্তী ও তার ব্যান্ড মেট্রো। শুরুতে শোনা গিয়েছিল, এ কনসার্টে যোগ দিতে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত কনসার্টের তারিখ পরিবর্তন হওয়ায় কারিনা কাপুরের আসার ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়ে। কনসার্টে শ্রীলঙ্কার পক্ষ থেকে অংশ নেবে দু'টি ব্যান্ড।
অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে জানা যায়, ত্রিদেশীয় এ কনসার্টের শুরুতেই থাকবে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। বিকেল সাড়ে ৪টায় শুরু হবে অনুষ্ঠান। শুরুতেই থাকবে দেশের গান। এরপর লোকগানে অংশ নেবেন কিরণচন্দ্র রায়, ফরিদা পারভীন, চন্দনা মজুমদার ও বারী সিদ্দিকী। সঙ্গে থাকবে প্রায় ২০০ শিল্পীর অংশগ্রহণে একটি নৃত্য পরিবেশনা। নৃত্যে অংশ নিচ্ছেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা, সোহেল ও রিয়া, লিখন ও নাদিয়াসহ আরও কয়েকটি নাচের দল। ঢালিউড থেকে থাকছে জনপ্রিয় অভিনেতা শাকিব খানের পরিবেশনা। তার সঙ্গে গানের তালে নাচবেন জনপ্রিয় অভিনেত্রী বিন্দু, মীম, শখ ও তিনি্ন।
অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে জানা যায়, ত্রিদেশীয় এ কনসার্টের শুরুতেই থাকবে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। বিকেল সাড়ে ৪টায় শুরু হবে অনুষ্ঠান। শুরুতেই থাকবে দেশের গান। এরপর লোকগানে অংশ নেবেন কিরণচন্দ্র রায়, ফরিদা পারভীন, চন্দনা মজুমদার ও বারী সিদ্দিকী। সঙ্গে থাকবে প্রায় ২০০ শিল্পীর অংশগ্রহণে একটি নৃত্য পরিবেশনা। নৃত্যে অংশ নিচ্ছেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা, সোহেল ও রিয়া, লিখন ও নাদিয়াসহ আরও কয়েকটি নাচের দল। ঢালিউড থেকে থাকছে জনপ্রিয় অভিনেতা শাকিব খানের পরিবেশনা। তার সঙ্গে গানের তালে নাচবেন জনপ্রিয় অভিনেত্রী বিন্দু, মীম, শখ ও তিনি্ন।