Tuesday, January 25, 2011

মেয়েরা যখন অসচেতন !!!

কটা মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া কিছুই মনে করে না। কাউকে মন দেয়া মানে তাতে বিশ্বাস করা। আর কাউকে বিশ্বাস করা মানেইতো তার উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করা। আর অসভ্য ছেলেরা সেই সুযোগটাকে হাতছাড়া করে না। মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদের প্ররোচিত করে মেতে ওঠে দৈহিক সম্পর্কে। একসময় যখন মেয়েটি বিয়ের কথা তোলে, কিংবা মেয়োটির কাছে ছেলেটির প্রয়োজন ফুরিয়ে যায়; তখনই ঐ ছেলেটি মেয়েটির চরিত্র নিয়ে কথা শুরু করে। সে এটাই জোর দিয়ে বলে যে, "তুমি আমাকে দেহ ভোগ করতে দিয়েছ, অন্য কাউকে যে ভোগ করতে দেবেনা তার কি কোন নিশ্চয়তা আছে?” কিংবা বলে যে, “আমাকে দেহ দেয়ার আগে অন্য কাউকে যে দেহ দাওনি তার কি কোন নিশ্চয়তা আছে?” হ্যা, বাইয়‘লজি থেকে যেটুকু জেনেছি, তাতে এর আগে কাউকে দেহ ভোগ করতে না দেওয়ার একটা চিহ্ন থাকে। কিন্তু সবার কি থাকে? না। কারন শিশু অবস্থাই যে কোন কারনে ঐ চিহ্নটা নষ্ট হয়ে যেতে পারে। তাই বলে কি তারা নষ্টের দলে? না। সে যাই হোক ছেলেটি মেয়েটিকে পূর্ব নষ্টা/ভবিষ্যত নষ্টা কিংবা তার দ্বারা নষ্টা বলে কেটে পড়ে। মেয়েটির হয়তো এটাই প্রথম দেহ দান। কিন্তু ছেলেটি? তার হিসাব কে রাখে? তাই ভাল মেয়েদের উচিত এই বিষয়ে আগে থেকে সচেতন হওয়া।   
ayubdhakaলেখকআইয়ব(ঢাকা

No comments:

Post a Comment