সুযোগ পেলে শাহরুখ খানকে চুমু খেতে চান হৃতি্বক রোশনের স্ত্রী সুজানা রোশন। পরিচালক করণ জোহরের উপস্থাপনায় জনপ্রিয় সেলিব্রেটি টকশো কফি উইথ করণ অনুষ্ঠানে হৃতি্বক ও সুজানা এক একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান। আমরা সবাই জানি বলিউড স্টারদের স্ত্রীরা একে অপরের ভালো বন্ধু। তাদের সময় কাটানোর জন্য নিজেদের ক্লাবও রয়েছে। সেই ক্লাবের অন্যতম সদস্য হলো কিং খান খ্যাত শাহরুখের স্ত্রী গৌরী এবং হৃতি্বক রোশনের স্ত্রী সুজানা। সুজানা যদি গৌরীর জায়গায় হতেন তাহলে কি করতেন এমন এক ধরনের প্রশ্নের জবাবে সুজানা বলেন, এমন সুযোগ হলে তিনি দৌড়ে গিয়ে শাহরুখের ঠোঁটে চুমু খেতেন। এখন দেখার বিষয় গৌরী ব্যাপারটিকে কেমনভাবে নেয়। তবে এ কথা বলার সময় হৃতি্বক রোশন বেশ জোরে হেসে ওঠেন। সুজানার ইচ্ছাতে তিনি মজা পেয়েছেন নাকি কটাক্ষ করেছেন তা পরিষ্কার নয়।
No comments:
Post a Comment